Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কপিলমুনি বেদ মন্দির
স্থান

উপজেলা পাইকগাছার কপিলমুনিতে এটি অবস্থিত।

কিভাবে যাওয়া যায়

উপজেলা হতে প্রায় ১৫ কিঃমিঃ দুরে বিখ্যাত বাজার কপিলমুনিতে এটি অবস্থিত।বাস, ভ্যান, ইজিবাইক এবং মোটর সাইকেলযোগে যেতে পারবেন।

যোগাযোগ

0

বিস্তারিত

বিস্তারিতঃ কপিলমুনি বেদ মন্দির প্রচিন স্থাপত্য শিল্পের এক অপরুপ নিদর্শন।কপিলমুনিতে নতুন এলে এ বেদমন্দিরটি দেখে অদ্ভুত হবেন। এই বেদ মন্দিরটি রায় সাহেব বিনোদ বিহারী সাধুর বাড়ির সিমানা ধরে অবস্থিত।বেদ মন্দিরটি শ্বেত পাথরের নির্মিত গোলক আকৃতির।তিনি বাংলা ১৩৩৮ সনে এই মন্দির টি নির্মান করেন।এখানে তিনি চার খানা পূর্  বেদ স্থাপন করেন। বহু মূল্যবা এই চার বেদ এখানে রক্ষিত আছে। এখানে সব সময় ধর্মীয় উপসনায় মুখর থাকে। এখানে একই সাথে লাগান করয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম এখানে কিছু সময় কাটালে আপনার ঈশ্বর এর কথা মনে পড়েযাবে।